নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০০টি ক্লোসড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অধীনে এসব ক্যামেরা লাগানো হচ্ছে বলে জানা। গত ২৯ জুন এই প্রজেক্টের জন্য দরপত্র আহ্বানও করা হয়েছে।
জানা গেছে, ১০০টি ক্যামেরার মধ্যে ৬০টি ক্যামেরা নীলক্ষেত মোড় থেকে রোকেয়া হল পর্যন্ত, টিএসসির আশেপাশে, টিএসসি থেকে রাসেল টাওয়ার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার দিয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত এলাকাগুলোর রাস্তায় ক্যামেরাগুলো লাগানো হবে। এছাড়া রেজিস্ট্রার বিল্ডিং -এর চারদিকে, বিশ্ববিদ্যালয় ক্লাবের আশেপাশে ও শহীদুল্লাহ্ হলের দেওয়ালেও বাকি ৪০টি ক্যামেরা লাগানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান বলেন, ১০০টি নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে নীলক্ষেত থেকে টিএসসি, টিএসসি থেকে শহীদ মিনার হয়ে শক্তি ইন্সটিটিউট পর্যন্ত। ক্যামেরাগুলো লাগানো হলে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা রোধ করা যাবে। প্রাথমিকভাবে ক্যামেরাগুলো পাইলট প্রজেক্ট হিসেবে লাগানো হচ্ছে। এই পাইলটিং সাকসেসফুল হলে পরবর্তীতে বাকি রাস্তাগুলোতেও ক্যামেরা লাগানো হবে।
Discussion about this post