নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবেন। গত শুক্রবার ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।
জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের তুলনায় এবার ভর্তি আবেদন কমেছে। এবার চারটি ইউনিট ও দুটি উপ ইউনিটে সব মিলে এক লাখ ৫৯ হাজার ১০৪ জন ভর্তি আবেদন করেছেন। চবিতে আসন রয়েছে ৪ হাজার ৯২৬টি। ফলে প্রতি আসনের বিপরীতে ৩২.২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
তথ্যমতে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৭ হাজার ৯৫১ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছু। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৭৫ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করছেন ১১ হাজার ৬৫৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৬ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩৭ জন।
এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটে ১২৫ আসনের বিপরীতে আবেদন করছেন ৩ হাজার ৪৯৬ জন। প্রতি আসনের বিপরীতে ২৮ জন। ‘ডি-১’ উপ-ইউনিটে ৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৮৫০ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২৮ জন।
Discussion about this post