নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর স্মারকলিপি দিয়েছেন ভর্তিচ্ছুরা।
আজ মঙ্গলবার (১২ জুলাই) বন্যাকবলিত সকল শিক্ষার্থীদের পক্ষে মো. মিলন হোসেন ও সাহাবুল আলম নামে দুই ভর্তিচ্ছু এই স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে তারা জানান, ‘‘সারা দেশের বিভিন্ন জায়গায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, নেএকোনা, কুড়িগ্রামসহ অনেক জেলার প্রায় সবখানেই বন্যায় প্লাবিত হয়েছে। ভেসে গেছে বাড়ি-ঘর। সাথে ভেসে গেছে বই খাতাও। বই-খাতার সাথে ভেসে যাচ্ছে শিক্ষার্থীদের স্বপ্ন। সবাই দিশেহারা।দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন দেখে এদেশের প্রতিটা শিক্ষার্থী। বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরাও একই স্বপ্ন দেখে। এই অবস্থায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যা নিজ চোখে না দেখলে কল্পনা করাও যায় না। আমরা আমাদের জীবন নিয়েই এখন খুব আতঙ্কিত। এই অবস্থায় যদি আমাদের স্বপ্নগুলোও বন্যায় ভেসে যায় তাহলে আমাদের জীবনে আর কি থাকবে?
আমরা সবদিকেই চরম সঙ্কটে আছি।তবে বন্যার ভয়াবহতা এখনো কাটেনি। গুচ্ছ ভর্তি পরীক্ষা থুবই সন্নিকটে কিন্তু আমরা এখনো জীবন নিয়েই খুব শঙ্কিত। এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও গুচ্ছ ভর্তি পরীক্ষা বিশেষ করে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অন্তত ১৫-২০ দিন পিছিয়ে দেওয়ার বিনীত অনুরোধ করছি।’’
Discussion about this post