শিক্ষার আলো ডেস্ক
দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন প্রমা খান। তিনি গত ১ জুলাই থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসিসিএ।
প্রমা খান কাপলান ফিন্যান্সিয়াল ইউকে থেকে এসিসিএ সম্পন্ন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে ডিগ্রি অর্জন করেন।
কান্ট্রি ম্যানেজারের দায়িত্ব গ্রহণের আগে তিনি এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন এবং মেম্বার অ্যাফেয়ার্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এসিসিএ এর কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশে এই প্রথম একজন এফসিসিএ মেম্বার এই দায়িত্ব গ্রহণ করলেন। এছাড়া ২০১৪সালে এসিসিএতে যাত্রা শুরুর আগে বিভিন্ন দেশীয় এবং বহুজাতিক প্রতিষ্ঠানের ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগে কাজ করেছেন তিনি।
প্রমা খান ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং লন্ডন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে এসিসিএ বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিতে চান প্রমা খান।
Discussion about this post