নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আমেরিকার হ্যাম্পটন ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব সোশ্যিওলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ডিপার্টমেন্টের প্রফেসর ড. শহিদ এম. শহিদুল্লাহ এবং আলোচক হিসেবে এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড সোশ্যিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. শ্যামল কে. দাস যুক্ত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জিয়া রহমান। এতে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান। এ সময় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও যুক্ত ছিলেন।
আলোচকরা ‘ক্রাইম, ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ইন মডার্নাইজিং সোসাইটি : দ্য বাংলাদেশ কেস’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন। ড. শহিদ ক্রিমিনোলজির বিভিন্ন ক্ষেত্র ও বিভাগ নিয়ে আলোচনা করেন এবং বিশ্বায়নের এ যুগে অপরাধের বিভিন্ন ধরন ও সেগুলো দমনে ক্রিমিনোলজির শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরেন।
প্রফেসর ড. শ্যামল কে. দাস বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা এবং অপরাধের ধরন নিয়ে আলোচনা করেন। সেই সাথে আইন ও বিচারব্যবস্থা উন্নয়নে ক্রিমিনোলজি কীভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়টি তুলে ধরেন।
সম্মেলনের সভাপতি খন্দকার ফারজানা ক্রিমিনোলজি বিভাগের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক, খেলাধুলামুলক কার্যক্রমের পাশাপাশি একাডেমিক কলোকিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মিক ও মানসিক উৎকর্ষ সাধনে বিভাগের অনন্য প্রচেষ্টার কথা তুলে ধরেন।
Discussion about this post