নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মাহবুব-উল আলম বলেন, বিইউপি ফলপ্রসু ও প্রয়োজনমূলক শিক্ষা দিতে বদ্ধপরিকর। জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার ও শৃঙ্খলাবোধের ওপর গুরুত্ব দিতে হবে।
মেজর জেনারেল মাহবুব-উল আলম শিক্ষার্থীদের স্মার্ট ফোন-সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। এছাড়া, তিনি নতুন শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শতভাগ সত্যচর্চার আহ্বান জানান। সর্বশেষে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে নবীন শিক্ষার্থীরা বিইউপি সম্পর্কে উপাচার্যের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের সামনে বিইউপি সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। বিইউপির শিক্ষা কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো. মাইন উদ্দীন রেজা। প্রশাসনিক বিষয়ের ওপর বক্তব্য দেন বিইউপির অতিরিক্ত রেজিস্ট্রার লে. কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী। এরপর স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।
অনুষ্ঠানে বিইউপির বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
Discussion about this post