নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ সেশনের প্রথম বর্ষের প্রথম মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। তবে কবে প্রকাশ করা হবে এই তালিকা, তা এখনো বলা যাচ্ছে না।
শনিবার (২২জুলাই) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মাইগ্রেশন ও অপেক্ষমাণের তালিকার তৈরির কাজ চলমান রয়েছে। এ কাজটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) করে থাকে। তাদের কাছ থেকে খবর নিয়ে বলতে হবে কবে তালিকা প্রকাশ করা হবে। নিয়মানুযায়ী বুয়েট তালিকা হালনাগাদ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাবে। এরপর এই তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।’
শিক্ষার্থীরা বলছেন, আগামী ১ আগস্ট এমবিবিএস ১ম বর্ষের ক্লাস শুরু হবে। অথচ এখনও মাইগ্রেশন ও অপেক্ষমাণের তালিকা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে অধিদপ্তরের পরিচালক বলেন, ‘ক্লাসের সঙ্গে মাইগ্রেশনের কোনো সম্পর্ক নেই। যেমন: বগুড়াতে যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয়, তাহলে সে সেখানে ক্লাস করবে। একমাস পর যদি মাইগ্রেশন হয়ে সে খুলনা চলে যায়, সে তখন খুলনা গিয়ে ক্লাস করবে।’ মাইগ্রেশনের কারণে ক্লাসের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, ‘ভর্তি হওয়ার পর ক্লাস চলবে। ক্লাসের কোনো ক্ষতি হবে না। কলেজ আলাদা কিন্তু সিলেবাসতো একই আছে।’
Discussion about this post