শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বাইরেও থাকার ব্যবস্থা নিয়েছে শহীদ সোহরাওয়ার্দী হল প্রশাসন। এতে বৈদ্যুতিক পাখাসহ থাকবে সুপেয় পানির ব্যবস্থা।
শুক্রবার (২২ জুলাই) বিকেলে থেকে হলের দক্ষিণ-পশ্চিম কোণে ফাঁকা জায়গায় প্যান্ডেল সাজানোর কাজ চলতে থাকে। হলের পাশাপাশি ওই প্যান্ডেলের ভেতর অবস্থান করবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকতে হলে অভিভাবকদের গুনতে হবে টাকা। সব বিষয় বিবেচনা করে হলের বাইরে ফাঁকা জায়গায় প্যান্ডেল সাজিয়ে ছাউনি দিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করছে হল প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক বেশি পরীক্ষার্থী অংশ নিবে। বিষয়টি বিবেচনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে হল প্রশাসনের অর্থ ব্যয় করা হয়নি। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগের জন্য এনআরবিসি ব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছিলাম। প্রতিষ্ঠানটির সহযোগিতার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এমন সিদ্ধান্তের সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগেন। এ সময় হল প্রশাসনের এমন সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে।
এদিকে রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছাত্রাবাসে ফ্রিতে রাখা হলেও তাদের সঙ্গে আসা অভিভাবকদের থাকতে হলে দিতে হবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর মেস মালিক সমিতি। রাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
টিনশেড বা আধা পাকা ছাত্রাবাসে প্রতিজন ৩০০ টাকা ও পাকা ভবনে প্রতিজন ৫০০ টাকা দিয়ে থাকতে পারবেন অভিভাবকরা। এদিকে এমন সিদ্ধান্তের ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সৌজন্যে-জাগো নিউজ
Discussion about this post