শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হলেও এখনই আন্দোলন থেকে সরছেন না শিক্ষার্থীরা। চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
শনিবার পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফী নিতু বলেন, পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ জন্য আমরা আনন্দিত। তবে আসামিদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। আবার যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি এখনও সুনিশ্চিত নয়। আমাদের চার দফা দাবিও কিন্তু পূরণ হয়নি। তাই আমরা আন্দোলন চালিয়ে রাখব।
এদিকে চার দফা দাবিতে গতকাল চতুর্থ দিনেও চলছে প্রতিবাদ। রাতে চবি রেলস্টেশনে প্রতিবাদী গানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন ‘বারোমাসি’। এ সময় কুপি জ্বালিয়ে প্রশাসনকে বেঁধে দেওয়া চার দিনের কথা স্মরণ করিয়ে দেন তাঁরা। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আর মাত্র ৩ দিন বাকি কিন্তু।’ প্রশাসনকে দেওয়া আলটিমেটামের সময় শেষ হবে আগামী মঙ্গলবার। সমবেত শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুরু করেন। এরপর পরিবেশন করা হয় প্রতিবাদী গান।
Discussion about this post