শিক্ষার আলো ডেস্ক
স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাংকিংয়ে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রসায়ন বিষয়ে গবেষণা সূচকে প্রথম স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ উপলক্ষে জবির রসায়ন বিভাগকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৪ জুলাই) প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এই সংবর্ধনা প্রদান করেন।
রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির।
এছাড়া আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারসহ অন্যান্য শিক্ষকরা।
২০২১ সালে ১৯টি সূচকে বিশ্বের বিভিন্ন দেশের চার হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে জরিপ করে সিমাগো ইনস্টিটিউশন। এরপর চলতি বছরের (২০২২) এপ্রিল মাসে প্রকাশিত সেই জরিপে রসায়নবিষয়ক গবেষণা সূচকে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করে।
স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকে র্যাংকিংয়ের বিবেচনায় নেওয়া হয়।
Discussion about this post