নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা আগস্ট মাসে প্রকাশ করা হবে। তালিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম দফার মাইগ্রেশন শেষে অল্প কিছু আসন ফাঁকা হয়েছে। এই অল্প সংখ্যক আসনের বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরই দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব মঙ্গলবার (২৬ জুলাই) বলেন, আমাদের মাত্র অল্প কিছু আসন ফাঁকা আছে। তাই এই আসনগুলোর বিপরীতে দ্বিতীয় মাইগ্রেশন করা হলে সেটি খুব একটা ফলপ্রসূ হবে না। সেজন্য আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে চাই।
তিনি আরো বলেন, বুয়েটের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে। আগস্টের শুরুর দিকে এই তালিকা প্রকাশ করা হতে পারে।
Discussion about this post