নিজস্ব প্রতিবেদক
আজ শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের( রাবি ) তিন ইউনিটের ভর্তি পরীক্ষা । ৮ আগস্টের মধ্যেই ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে তথ্যটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক পাণ্ডে বলেন, আজকে বি ইউনিটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সব পরীক্ষায় উল্লেখ্যযোগ্য পরিমাণ ভর্তিচ্ছুর উপস্থিতি ছিল। আশা করা যাচ্ছে, ৮ আগস্টের মধ্যেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ক্লাস শুরুর সম্ভাব্য সময় ১ অক্টোবর।
২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা তিন ইউনিটে সম্পন্ন হয়েছে। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৭৮ হাজার ভর্তিচ্ছু । বিশ্ববিদ্যালয়ে কোটা ছাড়া মোট ৪ হাজার ২০টি আসন রয়েছে।
Discussion about this post