নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের দুই দফা ভর্তি পরীক্ষা দিতে হবে। প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও এ বিভাগে ভর্তিতে আগ্রহীদের দ্বিতীয় দফায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
যদিও এটি গুচ্ছ ভর্তি পরীক্ষার নীতিমালা পরিপন্থী বলে অভিযোগ অনেকেরই। তাদের অভিযোগ, আলাদাভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা গুচ্ছের সঙ্গে সাংঘর্ষিক। তা ছাড়া গুচ্ছের ফলাফল প্রকাশের আগেই এ বিভাগে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া অযোক্তিক। বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে বিরোধিতা করেনছেন একাধিক শিক্ষক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এই বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১ ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হবে। বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ ও সাধারণজ্ঞানে ৩০ নম্বর থাকবে। বিকেএসপি সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০ শতাংশ বিশেষ কোটা রয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পাস নম্বর হবে ২০। সাধারণ শিক্ষার্থীদের পাস নম্বর ৪০।
বিশেষায়িত বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অতিরিক্ত এক হাজার টাকা গুনতে হবে। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। তবে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান।এ নিয়েও একাডেমিক কাউন্সিলে প্রশ্ন তুলেছেন শিক্ষকেরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বেশ কিছু বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিচ্ছে। যারা এ বিভাগে ভর্তি হবে তারা খেলাধুলায় ভালো হলেও তুলনামূলক কম মেধাবী। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে প্রথম থেকেই শুরু করতে হবে। এ জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post