নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ৩০ জুলাই।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম জানান, আগামীকাল ৩০ জুলাই দুপুর ১২টায় অনুষ্ঠেয় ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ১ হাজার ৪১১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ১৩ আগস্ট অনুষ্ঠেয় হবে ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩০৪ এবং আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিম কাজ করবে। থাকবে জরুরি অ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্টএইড সেবা। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা করবে। পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বহিরাগত কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। কোনো অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বসানো যাবে না। কেন্দ্রের অভ্যন্তরে দোকান-পাট বন্ধ থাকবে।
আগামীকাল ৩০ জুলাই থেকে দেশের গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
Discussion about this post