নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদবুক্ত ‘খ’ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার আগামী মঙ্গলবার (২ আগস্ট) থেকে শুরুর প্রস্তাব করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকেই এই ইউনিটের সাক্ষাৎকার শুরু হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, কলা অনুষদে ভর্তির সাক্ষাৎকারের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২-৪ আগস্ট। এই প্রস্তাবনা ঢাবির অনলাইন ভর্তি কমিটির কাছে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।
এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির আজ শুক্রবার (২৯ জুলাই) বলেন, আগামী ২ থেকে ৪ আগস্ট আমাদের অনুষদের সাক্ষাৎকার নিতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনলাইন ভর্তি কমিটি থেকে অনুমতি পেলে ২ আগস্ট থেকেই সাক্ষাৎকার শুরু করা হবে। তবে কোনো কারণে যদি ২ আগস্ট থেকে সাক্ষাৎকার শুরু করা না যায় তাহলে এটি ৩ আগস্ট থেকে শুরু হবে। তখন মৌখিক পরীক্ষা শেষ হবে ৫ আগস্ট।
Discussion about this post