নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয়বারের মতো দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
এর আগে শনিবার সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেন। ভর্তিচ্ছুরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাদের সবার মুখেই চিন্তার ছাপ দেখা গেছে।
সম্মানিত পাঠকদের জন্য বাংলা অংশের সমাধান তুলে ধরা হলো-
১)অলংকার ধ্বনি কে এক কথায় কি বলে ?
সিঞ্জন
২)এদেশের বুকে আঠারো আসুক নেমে-
নতুন জীবন রচনার স্বপ্ন
৩) সুফিয়া কামালের কাব্যগ্রন্থ নয়..
কুহু ও কেকা
৪) অপরাজিতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
সবজিপত্র
৫)মানুষের যখন পতন.. হতে থাকে। কার উক্তি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬) ফরাসি ভাষায় নেখলেস গল্পটির নাম কি?
লা পারোল
৭) দূর্নিবার শব্দের সমার্থক
অনিবার্য
৮) কাজী নজরলৈ ইসলামের…শত বর্ষ উদযাপিত হয়েছে
বিদ্রোহী
৯)১৯৪৩ সালের দূর্ভিক্ষের প্রতিফলন..
মৌসুম
১০) এই বাক্যের সত্য কোন পদ?
বিশেষ্য
১১) আফতাব সঙ্গীত গ্রন্থের রচয়িতা কে?
শাহ আব্দুল করিম
১২) মহুয়া পালায় উপভাষা
ময়মনসিংহ
১৩) উক্তি এর প্রকৃতি ও প্রত্যয়
বচ+তি, বচ+ক্তি
১৪) ভালোবাসাকে অস্ত্রের সঙ্গে তুলনা
আহসান হাবিব
১৫) নুন্যতম শব্দের উচ্চারণ কোনটি
নুন্যেতমো
১৬) এন্ডি শব্দের অর্থ কি
মোটা রেশমি কাপড়
১৭) মনিটরিং এর পরিভাষা কি?
পরিবীক্ষণ , পর্যবেক্ষণ
১৮) চন্দ্রবিন্দু চিহ্নের ভুপ্রয়োগ
কাঁচ
১৯) কোন চারটি নদীর নাম?
কর্ণফুলি, ধলেশ্বরি,পদ্মা, জলাঙ্গি
২০) কোন ধরণের বাক্য?
জটিল বাক্য
২১)ড্রামা কোন ভাষা থেকে আগত/
গ্রীক শব্দ
২২) …শব্দগুলোতে নত্যবিধান প্রযোজ্য নয় কেন?
সমাসবধ্য শব্দ
২৩)চতুর্দিকে…তছনছ,লাইনটি কোন কবিতার/
ফেব্রুয়ারি ১৯৬৯
২৪) কেঁচে গন্ডুষ শব্দ দ্বারা বুঝায়
নতুন করে আরম্ভ করা
২৫) একটি …তাকে কি বলে?
মালোপমা
Discussion about this post