শিক্ষার আলো ডেস্ক
সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা নিয়মিত ভাবে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬-২৮ জুলাই,২০২২ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্টের সদস্য শিক্ষার্থীদের জন্য “আরসি/আরসি বেসিক এন্ড ফার্স্ট এইড” শিরোনামে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া জেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মোঃ মুনির হোসেন গত ২৬ জুলাই প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। তিনদিনের প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
২৮ জুলাই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিভিল টেকনোলজির চিফ ইনস্ট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধানগণ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ ও পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠ তিনজনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতরা হলেন- কম্পিউটার টেকনোলজির ৩য় সেমিস্টারের ছাত্র মোঃ নাসিম হোসেন (১ম), সিভিল টেকনোলজির ১ম সেমিস্টারের মোছাঃ তামান্না আক্তার (২য়) ও কম্পিউটার টেকনোলজির ৩য় সেমিস্টারের আফরোজা আশা (৩য়)।
Discussion about this post