নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন ইউনিটে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ছিল ‘এ’ ইউনিট। এর ফলাফল আগামী ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে বলে ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, রাবির ‘এ’ ইউনিটের ফলাফল ৩ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ওএমআর ইমেজ মেশিনে নেওয়া হয়েছে। এখন ফলাফল যাচাই-বাছাই চলছে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নির্ধারিত সময় ৪ তারিখের আগেই হয়তো ফলাফল দিতে পারবো আমরা।’
Discussion about this post