নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টায় প্রকাশিত হবে।
সোমবার (১ আগস্ট) দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ জুলাই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।
Discussion about this post