নিজস্ব প্রতিবেদক
বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে নিম্নোক্ত শর্তে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষাবৃত্তির অর্থ নির্বাচিত ছাত্র/ছাত্রীকে হস্তান্তর করা হবে।
শর্তাবলীঃ
১। সর্বমােট ১২০ (একশত বিশ) জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
২। শিক্ষাবৃত্তি এককালীন প্রদান করা হবে ।
৩। নির্দিষ্ট আবেদন ফরম প্রযােজ্য হবে। আবেদন ফরম ফটোকপি করা যাবে ।
৪। গ্রাম থেকে/প্রান্তিক লেভেল থেকে উঠে আসা দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দিতে হবে।
৫। প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে থেকে ছাত্র/ছাত্রী নির্বাচন করতে হবে।
৬। একজন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাবার ক্ষেত্রে তার আর্থিক অবস্থা ও মেধা প্রাধান্য পাবে।
৭। প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট থেকে অন্তত ০২(দুই) জন ছাত্র/ছাত্রীকে নির্বাচন করা যাবে; তন্মধ্যে একজন ছাত্র ও একজন ছাত্রী থাকবে। তবে কোন বিভাগ/ইনস্টিটিউট থেকে অনধিক ০৩ (তিন) জন ছাত্র/ছাত্রীকে নির্বাচন করা যাবে; তন্মধ্যে একজন ছাত্র ও দুইজন ছাত্রী থাকবে।
৮। উপরে বর্ণিত শর্তাবলী অনুসরণ করে বিভাগীয় সভাপতি/ইনস্টিটিউটের পরিচালক ছাত্র/ছাত্রী নির্বাচন করে নির্বাচিত ছাত্র/ছাত্রীর নামের তালিকা ও আবেদনপত্র একাডেমিক শাখায় প্রেরণ করবেন।
এমতাবস্থায়, উপরে বর্ণিত শর্তাবলী অনুসরণপূর্বক ছাত্র/ছাত্রী নির্বাচন করে নির্বাচিত ছাত্র/ছাত্রীর নামের তালিকা ও পূরণকৃত আবেদনপত্র আগামী ০৭ আগস্ট ২০২২ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট পাঠানাের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে আদেশক্রমে অনুরােধ করা হলাে।
Discussion about this post