নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক মো. মাহবুবুল আলম জোয়ার্দারকে চার বছরের জন্য এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ হবে যোগদানের পর থেকে চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুস্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং পদের সঙ্গে সংশ্লিস্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বাংলাদেশের প্রথম বিশেষায়িত সরকারি ডিজিটাল বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় অবস্থিত।
২০১৮ সালে প্রতিষ্ঠার পর অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৮- ২০১৯ শিক্ষাবর্ষে ২০১৯ সালের মার্চে একাডেমিক কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যায়িটি। গত ১২ জুন তার মেয়াদ শেষ হয়। এরপর থেকে পদটি শূন্য।
Discussion about this post