নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাতে এ ফল প্রকাশ করা হয়। ১০টার মধ্যেই ভর্তিচ্ছুরা নির্ধারিত ওয়েবসাইটে ফল দেখতে পারবেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৩০৯ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬১ হাজার ৫৩৪ জন। ফল গণনা করা হয়েছে ৬১ হাজার ৪০১ জনের।
পাস করেছেন ৩৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে ছাত্র ২২ হাজার ৯২৭ জন। ছাত্রী ১০ হাজার ৯৯৩ জন। প্রথম শিফটে পাসের হার ১২ দশমিক ৬৯ শতাংশ। আর দ্বিতীয় শিফটে ১৭ দশমিক ৪৪ শতাংশ। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর জিপিএসহ ৮৭ দশমিক ৪০। মেয়েদের মধ্যে ৮৪ দশমিক ৪০।
Discussion about this post