নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) এই ফল প্রকাশিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় ১ হাজার ৫৫১ জনের খাতা বাতিল করা হয়েছে। তিনটি কারণে এসব শিক্ষার্থীদের খাতা বাতিল করা হয়েছে।
এসব কারণগুলোর মধ্যে রয়েছে- বহিষ্কার হয়েছেন ৩ জন, রোল নম্বরের কারণে ২৯ জন এবং সেট/সাবজেক্ট কোডের কারণে ১ হাজার ৫১৯ জনের খাতা বাতিল করা হয়েছে।
ফল প্রকাশের বিষয়টি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার নিশ্চিত করেছেন। গুচ্ছের ওয়েবসাইট থেকে এই ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।
প্রকাশিত ফলে দেখা গেছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৫ হাজার ৫৮২ জন। অকৃতকার্য ৬৬ হাজার ৭১১ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৬১ হাজার ৭৬৭ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৯২৩ জন।
Discussion about this post