নিজস্ব প্রতিবেদক
দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ভর্তিচ্ছুদের খাতা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন করা হবে। সেখানে রাজশাহী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ওই সূত্র আরও জানায়, প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশের শেষসীমা নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট। তবে ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে পারলে আগামী শনিবারের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম জানান, পরীক্ষা গ্রহণের দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করার নিয়ম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
Discussion about this post