নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় ঢাকা কলেজে ‘নো মাস্ক নো সার্ভিস’ ঘোষনা করা হয়েছে ৷ সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম যথা সম্ভব বর্জন করতে বলা হয়েছে ৷
বুধবার (১০ আগস্ট) রাতে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়৷ এতে বলা হয়, ধর্মীয় প্রার্থনা স্থানসমূহে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা ; জ্বর, সর্দি,কাশি বা কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করাতে হবে৷
স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের বিষয়ে মসজিদে জুমার নামাজের খুতবায় ইমাম সবাইকে সচেতন করবেন বলেও জানানো হয়৷
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়ন সংক্রান্ত এবং মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এই নির্দেশনা ঢাকা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সকলকে মানতে হবে বলেও উল্লেখ করা হয়৷
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদেরকে দিয়ে আমরা মোটিভেশনাল বক্তব্য দেওয়াবো যাতে শিক্ষার্থীরা সচেতন হয়, মাস্ক পরতে উদ্ভুদ্ধ হয়৷ কোভিড কমছে এজন্য এটাকে অবহেলা করা উচিত নয় যে কোন সময় এটা আবার বাড়তে পারে ৷ আবাসিক শিক্ষার্থীদেরও এই নির্দেশনা মানতে হবে বলেও জানান তিনি৷
Discussion about this post