নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘এ’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট (সোমবার) থেকে এই সাক্ষাৎকার শুরু হবে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন ও ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি ২০২১-২২ এর আহ্বায়ক প্রফেসর ড. অজিত কুমার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি (ক ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম পর্ব স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বিভাগ পছন্দক্রম গ্রহণ/সাক্ষাৎকার আগামী ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত নেওয়া হবে। নিম্নের সময়সূচী অনুযায়ী গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ অফিসে ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।’
তারিখ | ছাত্র-ছাত্রী | মেধাক্রম | সময় |
২২ আগস্ট | ছাত্র | ১ থেকে ৫৮৫ পর্যন্ত |
সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকাল ৪টা পর্যন্ত |
ছাত্রী | ১ থেকে ৫৮০ পর্যন্ত | ||
২৩ আগস্ট | ছাত্র | ৫৮৬ থেকে ১১৭১ পর্যন্ত | |
ছাত্রী | ৫৮১ থেকে ১১৬১ পর্যন্ত | ||
২৪ আগস্ট | ছাত্র | ১১৭২ থেকে ১৭৫৭ পর্যন্ত | |
ছাত্রী | ১১৬২ থেকে ১৭৪২ পর্যন্ত | ||
২৫ আগস্ট | ছাত্র | ১৭৫৮ থেকে ২৩৪০ পর্যন্ত | |
ছাত্রী | ১৭৪৩ থেকে ২৩২০ পর্যন্ত |
Discussion about this post