নিজস্ব প্রতিবেদক
এখন থেকে সপ্তাহে দুদিন বন্ধ থাকবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুক্রবারের সঙ্গে বন্ধ
থাকবে বৃহস্পতিবারও। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্যই সাপ্তাহিক ছুটি আরও একদিন বাড়িয়ে
দুদিন করল বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিল।
সোমবার (১৫ আগস্ট) রাতে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। রাতেই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
একাডেমিক কার্যক্রম যথারীতি চালু রাখার স্বার্থে শুধু বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে সব ধরনের পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আসলে কি বিদ্যুৎ সাশ্রয় হবে ? যদি একটা ক্লাস রুমে ৬০ জন ক্লাস করে তাহলে সর্বোচ্চ ১০ টি ফ্যান লাগবে আর ওনলাইনে ক্লাস করলে ৬০ জনের ৬০টি ফ্যান লাগবে আর সাথে মোবাইল চার্জ ও লাগবে তাহলে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় হবে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই ক্লাস অফলাইনে হোক।
Discussion about this post