নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ইউনিটের পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারছেন।
এর আগে, গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণের কথা থাকলেও করেছেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। বাকি ১ হাজার ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন। যা শতকরা হিসেবে মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৬০ শতাংশ।
বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
Discussion about this post