নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অন্য ইউনিটের তুলনায় ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেয়ে নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি।
গত মঙ্গলবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্র ও হাটহাজারী কলেজ কেন্দ্রে দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৭ হাজার ৬৫০ জন ও বিকেলের শিফটে অংশ নিয়েছেন ১৫ হাজার ৪৯৯ জন। উপস্থিতির হার ছিল ৬১ শতাংশ।
Discussion about this post