নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির ‘বি’ ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে এ সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ সাক্ষাৎকার।
সোমবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২১-২২, ‘বি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২৪ আগস্ট থেকে রাবির ‘বি’ ইউনিটের ভর্তি সাক্ষাৎকার শুরু হবে। আগামী ২৫ এবং ২৮ আগস্টও এ সাক্ষাৎকার চলবে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন এবং আইবিএ ভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে।
এদিকে সাক্ষাৎকারের সময় প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্র অবশ্যই দেখাতে হবে:
১) পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র
২) Subject Choice ফরম
৩) এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশীট
৪) এইচএসসি মূল রেজিস্ট্রেশন কার্ড
এছাড়া প্রকাশিত ফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা যথাযথ (ইউনিট-বি) কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
Discussion about this post