নিজস্ব প্রতিবেদক
সনদ বাণিজ্য, ট্রাস্টি বোর্ডের দ্বন্দসহ আরো বেশ কয়েকটি কারণে দেশের তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এছাড়া আরও তিনটি বিশ্ববিদ্যালয় বিক্রির চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি এবং দি ইউনিভার্সিটি অব কুমিল্লা; এই তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ করবে ইউজিসি। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এর মধ্যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে পিএইচডি ডিগ্রিও বিক্রিরও অভিযোগ রয়েছেন।
অন্যদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ এবং মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির মালিকানা হাতবদলের চেষ্টা করছে ট্রাস্টিবোর্ডের সদস্যরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি অব সায়েন্সট এন্ড টেকনোলজি ১৩ কোটি টাকায় বিক্রির চেষ্টা চলছ। মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি বিক্রি হবে ১৫ কোটি টাকায়। তবে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ কত টাকায় বিক্রি হবে সে বিষয়ে তথ্য মেলেনি।
এ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো তদন্ত করছি। তদন্ত শেষে এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
Discussion about this post