নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষা ও বাতিল হওয়া ওএমআর পুনরায় চেক করার আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
না প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য বলেন, আগামী ৭ সেপ্টেম্বর আমাদের একটি সভা রয়েছে। এই সভায় বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি ৮ সেপ্টেম্বর ফল প্রকাশ করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়। এই শিক্ষার্থীরা ওএমআর পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন। এছাড়া প্রকাশিত ফল পুনর্নিরীক্ষারও সুযোগ দেওয়া হয়েছে। উভয় আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছুদের ২ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।
ওই সূত্র আরও জানায়, আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমরগুলো চেক করা হবে। এরপর ৭ সেপ্টেম্বর বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভায় বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হবে।
Discussion about this post