নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট/কলেজসমূহের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ‘প্রযুক্তি ইউনিটের’ ১ম বর্ষ বি.এসসি. ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা চলাকালীন কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন এবং ঢাবি ‘প্রযুক্তি ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
উল্লেখ্য, ঢাবি ‘প্রযুক্তি ইউনিটের’ মোট ১,৫৫৫টি আসনের বিপরীতে ১৩,৮৭৬জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ঢাকার ১৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discussion about this post