নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ভর্তিতে তৃতীয় দফায় মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ৬৭টি আসন ফাঁকা হয়েছে। এর মধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় দুইটি ও মুক্তিযোদ্ধা কোটায় একটি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোর বিপরীতে তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।
এর আগে গত ৫ জুন প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি না হওয়ায় অপেক্ষমাণ তালিকা হতে ৬০ জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হয়। আর ৮ আগস্ট দ্বিতীয় দফায় ২০১ জনের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়।
Discussion about this post