নিজস্ব প্রতিবেদক
করোনার ক্রান্তিকালে মাসিক বেতন বা টিউশন ফিসহ অন্যান্য ফি আদায়ে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ না করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের মাসিক বেতন ও অন্যান্য ফি নিতে সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বিরাজমান থাকায় এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাসিক বেতন এবং অন্যান্য খাতে গৃহীত ফি এ মুহূর্তে পরিশোধে চাপ প্রয়োগ না করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বা স্বাভাবিক অবস্থায় আসলে বকেয়াসহ মাসিক বেতন ও অন্যান্য ফি আদায়ে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এ নির্দেশনা পাঠদান ও স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Discussion about this post