শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুটি হলের প্রাচীর ঘেঁষে অন্তত ছয়টি শব্দ পাওয়া যায়। এগুলো ককটেল বিস্ফোরণের শব্দ বলে দাবি করেছেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলের দক্ষিণ ব্লকের পাশে থেমে থেমে ছয়৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর বিভিন্ন হলে থাকা শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, রড, স্ট্যাম্প ও হকস্টিক নিয়ে হলের অভ্যন্তর ও বাইরে টহল দিতে থাকেন। পরে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা শিক্ষার্থীদের নিজ নিজ কক্ষে পাঠিয়ে দেন। তবে ঘটনার সময় মোবাইল ফোনের কল দিয়েও প্রক্টরিয়াল বডির সদস্যদের না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আমার রুমের পাশে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সভাপতির ব্লকের পাশেও বিস্ফোরণ ঘটেছে। সামনে নির্বাচন উপলক্ষে স্বাধীনতাবিরোধী অপশক্তি নিজেদের শক্তির জানান দিচ্ছে। এতে কারা জড়িত সেটা তদন্ত করা ছাত্রলীগের কাজ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। ঘটনার পর বারবার প্রক্টর স্যারকে ফোন দিয়েছি। তবে ঘণ্টা পার হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।’
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে। রাত ৩টার দিকে ঘটনাটি ঘটেছে, ওই সময় সবাই ঘুমিয়ে থাকে। সেজন্য সবার সঙ্গে যোগাযোগ করতে একটু দেরি হয়েছে। জানার পর আমাদের সিকিউরিটি অফিসারসহ সহকারী প্রক্টররাও ঘটনাস্থলে যান।’
Discussion about this post