এম, সারওয়ার
বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজী, ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট এমনই কিছু বিষয় যা দেশ ও বিদেশে আপনার বহুকাঙ্খিত সাফল্যের দুয়ার খুলে দিতে পারে। বিথম পরিচালিত এই কোর্সসমূহ ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত OTHM কর্তৃক স্বীকৃত এবং ইংল্যান্ড ও ল্যাটিন আমেরিকার সমমানের ডিগ্রী যা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সবদেশেই সমাদৃত।
আমাদের কলেজটি OTHM এর বিশ^ব্যাপী অনুমোদিত সেন্টারসমূহের মধ্যে একটি। OTHM হচ্ছে ইংল্যান্ডের ন্যাশনাল কারিকুলাম মুল্যায়ন, জেনারেল সার্টিফিকেট অব সেকন্ডারী এডুকেশন, এ-লেভেল ও সকল ভোকেশনাল শিক্ষার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ Ofqual (Office of the Qualifications and Examinations Regulation) এর অধীনে একটি Awarding Body যা বিশ্বব্যাপি আন্তর্জাতিক মানের ব্রিটিশ কারিকুলাম শিক্ষার প্রসারে নিয়োজিত। University of Azteca আমেরিকার মেক্সিকোতে অবস্থিত একটি আন্তর্জাতিক র্যাং কিং সম্পন্ন বিশ্ববিদ্যালয় যা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে দূরশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করছে। BITHM বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্টাডি সেন্টার।
চট্টগ্রাম ক্যাম্পাসে লেখাপড়া করে আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রফেশনাল ডিগ্রী লাভের এই সুযোগ তরুণদের জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
কোর্সসমূহ সম্পর্কে কো-অর্ডিনেটর মো.জিয়াউদ্দিন নয়ন জানান, এখানে রয়েছে BBA, BSc (Hons.) In Information Technology , BSc (Hons.) In Business Management, BSc (Hons.) In Tourism and Hospitality| এ ছাড়া রয়েছে HND (Higher National Diploma) In Tourism and Hospitality Management, Business Management & Information Technology এবং Professional Diploma In Hotel Management, Professional Diploma In IT| পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমার মধ্যে রয়েছে PGD In Human Resuorce Management, Strategic Management & Leadership, Supply Chain Management এবং Tourism & Hospitality Management |
শিক্ষার মান বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন জানান,এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই OTHM, UK কর্তৃক সরবরাহকৃত। কোর্সসমূহ এসাইনমেন্ট ভিত্তিক এবং প্রতি মডিউলে রয়েছে ৩০০০ শব্দের এসাইনমেন্ট। শিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী এবং সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ,সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে। নিয়মিত সেমিনার, ওয়ার্কসপ ও স্টাডি ট্যুরের আয়োজন ছাত্রছাত্রীদের দক্ষতাকে সমৃদ্ধ করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা University of Azteca, USA ও OTHM, UK কর্তৃক অনুমোদিত সনদপত্র পাবেন।
কোর্সকালীন বিভিন্ন লেভেলে শিক্ষার্থীরা বিদেশের স্বনামখ্যাত বিশ^বিদ্যালয়সমূহে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। কোর্স শেষে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশেও ইন্টার্নশীপের সুযোগ রয়েছে।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, তথ্য প্রযুক্তির বিস্তৃত জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে কোনো প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে খুব কম সময়ে প্রতিষ্ঠিত করা সম্ভব।এছাড়াও যাদের ভবিষ্যতে পাবলিক কিংবা প্রাইভেট সেক্টরে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে প্রতিষ্ঠিত হতে চান তাদের জন্য অত্যন্ত উপযুক্ত এই BSc (Hons.) In IT কোর্সটি।
ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনার ফলে আপনি ট্যুরিজম এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। এটি একটি কর্মঘনিষ্ঠ শিক্ষা যার ফলে ট্যুরিজম সেক্টরে আপনি যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন।
স্বল্পদিনের পথচলায় আমাদের সাফল্যও কম নয়।আমাদের কলেজ থেকে ডিপ্লোমা করে অনেক তরুণ এখন হোটেল রেডিসন বøু- চট্টগ্রাম, বেস্ট ওয়েস্টার্ণ, হোটেল পেনিনসুলা, রয়েল টিউলিপ,কক্স টুডের মত তারকা হোটেলে কাজ করছে। মো: শাহরিয়ার খান BITHM থেকে Foundation Diploma in Business Studies (Level-3) (এইচএসসি সমমান) সম্পন্ন করে এখন Coventry University, UK -তে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হয়েছেন। আনিসুল হক চৌধুরী BITHM থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে PGD সম্পন্ন করে University of Sunderland,UK – তে মাস্টার্স ফাইনাল ইয়ারে ভর্তি হয়েছেন। এরুপ অনেক উদাহারণ সৃষ্টি করে চলেছে BITHM COLLEGE OF PROFESSIONALS।
আমাদের PGD কোর্সগুলি আপনার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে রাখবে কার্যকর ভূমিকা। যেহেতু কোর্সগুলি সম্পূর্ণ প্রফেশনাল কোর্স। তাই ক্লাসগুলো পরিচালনা করা হয় দক্ষ প্রফেশনালসদের দ্বারা এবং স্ট্যান্ডার্ড সিলেবাসের মাধ্যমে।
চাকরিরতদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থাসহ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ! চলতি সেপ্টেম্বর সেশনে ভর্তিকার্যক্রম সম্মন্ধে আর.আই টাওয়ার (৫ম তলা), এম.এম.আলী রোড, (এভারগ্রীণ ক্লিনিকের পাশে), মেহেদীবাগ এই ঠিকানায় এবং ০১৭৩০-৫৯৮৭০০ নম্বরে কিংবা BITHM College of Professionals ফেসবুক পেইজে এবং bithm.org সাইটে লগ ইন করে আরো বিস্তারিত জানা যাবে।
Discussion about this post