শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে পরীক্ষার আসনবিন্যাস করা হয়েছে। রাজধানীর ১২টি শিক্ষাপ্রতিষ্ঠনের ১৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান জানান, এবারের আইনজীবী সনদপ্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন ১৪ হাজার ১৬০ জন পরীক্ষার্থী। এদিকে লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পরিদর্শক হিসেবে ৩৭ জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
Discussion about this post