নিজস্ব প্রতিবেদক
দেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা স্টাডি সেন্টার খোলার আবেদন গ্রহণ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০১৬ সালের ২৭ মার্চ (স্মারক নং-শিম/শাঃ১৭/১০এম.৩/২০০৮/১৯৯) এবং ২৯ নভেম্বর (স্মারক নং- শিম/শাঃ১৭/১০এম- ৩/২০০৮/৭২৩) শিক্ষা মন্ত্রণালয়, শাখা-১৭ কর্তৃক “বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা Study Centre খোলার বিষয়টি আপাতত: স্থগিত রাখা সমীচীন হবে মর্মে পত্র জারি করা হয় এবং অদ্যাবধি উক্ত পত্রের নির্দেশনা বলবৎ রয়েছে।’’
এমতাবস্থায়, ‘‘বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অথবা Study Centre খোলার বিষয়ে কমিশনে আবেদন গ্রহণ ও এতদসংক্রান্ত কার্যক্রম আপাতত: স্থগিত রয়েছে।’’
Discussion about this post