অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বন্ধ রয়েছে শিক্ষার্থীদের পড়ালেখা। অনেক শিক্ষার্থী খন্ডকালীন চাকরি করে তাদের পড়ালেখা এবং থাকা-খাওয়ার খরচ চালিয়ে নিলেও করোনার কারনে সেটি আর সম্ভব হচ্ছে না। আবার যারা সদ্য স্নাতক শেষ করেছেন তাদের চাকরির সুযোগও মিলছে না। ফলে চরম অনিশ্চয়তার মাঝে দিন অতিবাহিত করতে হচ্ছে তাদের। বিপাকে পড়া এসব শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
শুক্রবার (২৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় কানাডার মাধ্যমিক-পরবর্তী শিক্ষার্থী এবং সাম্প্রতিক স্নাতকদের জন্য প্রায় ৯ বিলিয়ন ডলার অর্থ সহায়তার ঘোষণা করেন জাস্টিন ট্রুডো। এই অর্থ কানাডা শিক্ষার্থী সহায়তা কমিশনের মাধ্যমে শিক্ষার্থীদের দেয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত এই অর্থ সদ্য স্নাতক শেষ করা এবং মাধ্যমিক পরবর্তী শিক্ষার্থীদের করোনাকালীন সময়ে দেয়া হবে। বরাদ্দকৃত অর্থ থেকে একজন সুস্থ শিক্ষার্থী প্রতিমাসে ১ হাজার ২৫০ ডলার করে পাবেন। বাংলাদেশি টাকায় যা প্রায় এক লাখ টাকার সমান। এছাড়া শারীরিকভাবে অক্ষম কিংবা প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাসে এক হাজার ৭৫০ ডলার অর্থ সহায়তা পাবেন।
চলতি মে মাস থেকে শুরু করে আগামী আগস্ট পর্যন্ত উপযুক্ত শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিক্ষার্থী করোনা মহামারিতে জাতীয় কাজে সম্পৃক্ত থাকবেন কিংবা সমাজের সেবা করবেন তাদেরকে ৫ হাজার ডলার শিক্ষা সহায়তা দেয়া হবে বলেও জানানো হয়েছে।
Discussion about this post