নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনস্থ কলা ও মানবিকী অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনস্থ কলা ও মানবিকী অনুষদের ডীন অফিসে এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে ভর্তিচ্ছুকে অবশ্যই মাস্ক পরিধান করে আসতে হবে।
উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসক হতে প্রতিবন্ধী কোটা প্রমাণপত্রের মূল কপি ও এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে।
Discussion about this post