নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি অস্ত্রের মহড়ায় উদ্ভূত বিরুপ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ও সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল হল বন্ধ থাকবে।
ছাত্রদের আজ (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে এবং ছাত্রীদের আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পরিবহন ব্যতীত সকল পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গতকাল ছাত্রলীগের অস্ত্র মহড়াকে কেন্দ্র করে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকি। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে ছাত্রলীগের একটি দল ৪০ থেকে ৫০ টি মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
Discussion about this post