নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ক’ ইউনিটের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে বেশ কয়েকটি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে আগামী ১৬ অক্টোবর প্রার্থীদের ডেকেছে কর্তৃপক্ষ। এ জন্য নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
এর মধ্যে ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ১টি, মনোবিজ্ঞান বিভাগ ১টি, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ ১টি, লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী ইনস্টিটিউটের লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগে ১০টি আসন, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪টি আসন খালি রয়েছে।
আগামী ১৬ অক্টোবর সকাল ১১টা থেকে বেলা ১২টার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলার কনফারেন্স কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মেধাক্রম ৫৮০১-৬০০০ এরমধ্যে থাকা ভর্তিচ্ছুদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে
(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।
Discussion about this post