নিজস্ব প্রতিবেদক
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক মাস্টার্স করতে হবে। দেড় বছরের প্রফেশনাল মাস্টার্স কোর্স সম্পন্ন করতে হবে তাদের। সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতার আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজ বিদেশে কূটনীতির সঙ্গে সম্পর্কিত। যারা মেডিকেল, ফার্মেসি, বাংলা বা ইংরেজি থেকে পাস করছেন এবং এসব জায়গায় যাচ্ছেন, তাঁদের মৌলিক পড়ালেখা কূটনৈতিক বিষয়ে নয়।
এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তির আওতায় নতুন ক্যাডারদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দেড় বছরের প্রফেশনাল মাস্টার্স কোর্স বাধ্যতামূলকভাবে করতে হবে ।
Discussion about this post