নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো স্মার্ট পরিচয়পত্র পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।গতকাল বুধবার উপাচার্যের কক্ষে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের স্মার্ট পরিচয়পত্রের জন্য সবাইকে আবেদন করার জন্য তিনি আহ্বান জানান।
এদিকে পরিচয়পত্রের ভুল ত্রুটি সংশোধনের বিষয়ে কমিটির সদস্য সচিব এমদাদুল হক বলেন, আমাদের ছাপানো আইডি কার্ডে যদি কারিগরি ভুল ত্রুটি থাকে, তাহলে আমরা তা সংশোধন করে দেব। কিন্তু শিক্ষার্থীরা যদি নিজেরা ফরম পূরণে ভুল করে থাকে, তাহলে তাদের সংশ্লিষ্ট হল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, স্মার্ট পরিচয়পত্র প্রদান কমিটির আহ্বায়ক ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সদস্য প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, সদস্য সচিব জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক, ছাত্র-পরার্মশক ও নির্দেশনা পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানসহ আবাসিক হলের প্রভোস্ট, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post