নিজস্ব প্রতিবেদক
ইউনিক আইডি তৈরির জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোয়া ১২ লাখ শিক্ষার্থীর তথ্য আগামী ২০ অক্টোবরের মধ্যে এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থীর তথ্য পেয়েছে অধিদপ্তর।
আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব বিভাগীয় উপপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) ড. সৈয়দ শামসুদ দোহা।
এপিএসসি ২০২১ এর তথ্য অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ১৫ লাখ ৭০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী রয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত ৩ লাখ ৮৮ হাজার ১৬৮ জনের তথ্য এন্ট্রি করা হয়েছে। যা প্রায় ২২ শতাংশ। যা প্রকল্পের মূল কাজকে বিলম্বিত করছে।
Discussion about this post