নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একাউন্টিং বিভাগের ৫০ বছরপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হয়েছে আজ। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভাগের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেবেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় চট্টগ্রামের এমএ আজিজ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে দুইদিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধন শেষে বিভাগের বর্তমান শিক্ষার্থী ও এলামনাইদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।’
উৎসবের দ্বিতীয়দিনের অনুষ্ঠানমালা শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯ টায় থেকে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি অতিথি থাকবেন প্রফেসর অমল ভূষন নাগ, ড. মো. আবদুল হাই, প্রফেসর ড. মনজুর মোরশেদ মাহমুদ, ওয়াসিকা আয়েশা খান এমপি, সিএজি অব বাংলাদেশের মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারের সচিব মো. মোহসিন চৌধুরী, ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের ও চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজন কমিটির প্রধান সমন্বয়ক ও একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম।
এতে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভারতের একাউন্টিং রিসার্চ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি প্রফেসর ড. ভবতোষ ব্যানার্জী। এসময় তিনি ‘Contemporary Issues of Accounting Practices’ বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন।
Discussion about this post