নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কিন্তু সে তুলনায় বাড়েনি পরিবহন সুবিধা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে একমাত্র বাহন রিকশা। তবে এই চলাচলরত রিকশার জন্য নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা নেই। তাই অনেক সময় এটা নিয়ে শিক্ষার্থীদের ঝামেলায় জড়াতে দেখা যায়। শিক্ষার্থীদের দুর্ভোগ ও রিকশার দৌরাত্ম্য কমাতে চক্রাকার বাস চালুর বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের চক্রাকার বাস রয়েছে, তবে তা অপ্রতুল এবং সবার জন্য নেই। আমাদের পরিবহন সেক্টরে লোকবল কম, সীমাবদ্ধতাও রয়েছে। তবে আমরা চেষ্টা করছি। সবাইকে কীভাবে চক্রাকার বাসের সুবিধা দেওয়া যায় তা নিয়ে ভাবছি।’
এছাড়া শিক্ষার্থীদের ইনস্ট্যান্ট পেমেন্ট, সাশ্রয়ী ভাড়া কিংবা কোন পদ্ধতিতে এ ব্যবস্থা করা যায় তা নিয়ে একটি নীতিমালা করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিকল্পনায় আলাদা সাইকেল লেন তৈরির বিষয়ও রয়েছে বলে জানান উপাচার্য ।
Discussion about this post