নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৮টি স্কুলের ২৯টি ডিসিপ্লিনে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিভাগভিত্তিক যোগ্যতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববদ্যালয়ের ওয়েসবাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়টির ৮টি স্কুলে মোট ১ হাজার ১০৯টি আসন রয়েছে।
ইউনিটভিত্তিক যোগ্যতা:
ইউনিটভিত্তিক যোগ্যতা:
এছাড়া চারুকলা স্কুল ও স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা প্রতি ৩০০ টাকা ফি অনলাইনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করতে হবে।
GCSE ‘O’ GCSE ‘A’ লেভেল অথবা সমতূল্য পরীক্ষাতে পাঁচটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ে ন্যুন্যতম ‘B’ গ্রেড এবং দুইটি বিষয়ে নূন্যতম ‘C’ গ্রেড পেতে হবে (A=5, B=4, C=3 & D=2) কোন বিষয়ে ‘E’ গ্রেড বিবেচিত হবে না।
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের আসন সংখ্যা নিম্নরূপে নির্ধারিত হবে-
জীব বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের আসন সংখ্যা নিম্নরূপে নির্ধারিত হবে-
সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের আসন সংখ্যা নিম্নরূপে নির্ধারিত হবে-
কলা ও মানবিক স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের আসন সংখ্যা নিম্নরূপে নির্ধারিত হবে-
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন ডিসিপ্লিনসমূহের মধ্যে বিভাগভিত্তিক আসন বিন্যাস নিম্নরূপ হবে-
প্রতি ডিসিপ্লিনে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে-
Discussion about this post