নিজস্ব প্রতিবেদক
৪৫তম বিসিএস’র (সাধারণ) বিজ্ঞপ্তি প্রকাশের কাজ দ্রুতগতিতে শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরের মধ্যে যাতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়, সে জন্য কাজ করে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য কত শূন্য পদ নির্ধারণ করা হবে, তার কাজ চলছে। ইতিমধ্যে কিছু পদের তালিকা তৈরি হয়ে গেছে।
জানা গেছে, ৪৫তম বিসিএস থেকে ক্যাডারের সঙ্গে নন-ক্যাডার পদও বেছে নেওয়া যাবে। এখন চাকরিপ্রার্থীরা পছন্দের ক্যাডারের পদ নির্বাচন করতে পারেন। তবে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হয় পিএসসিতে আসা শূন্য পদের তালিকার ভিত্তিতে। ৪৫তম বিসিএস থেকে নন-ক্যাডারেও পছন্দের পদ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে জারি হতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানায়, সম্প্রতি পিএসসি নন-ক্যাডারের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে নন-ক্যাডারের শূন্য পদের তালিকা দিতে আহ্বান জানিয়েছে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে।
Discussion about this post